কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.৮৭ শতাংশ, মৃত্যু ৭
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮৭ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১১২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৪৩ শতাংশ।
আজ রবিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায়।
সিভিল সার্জন বলেন, ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি ছিলেন ১০২ জন। তার আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৭৯ জন।’
তিনি আরও জানান, বর্তমানে জেলায় হোমআইসোলেশনে আছেন এক হাজার ১৯৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় ছিল ৯৬৪ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৩৯ জন এবং মারা গেছেন ১৪৭ জন।
কুষ্টিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় কুষ্টিয়া ২৫০-শয্যার জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর লকডাউন বহাল আছে। একইসঙ্গে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকায়ও লকডাউন চলছে।
Comments