টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ

করোনাভাইরাসের সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাসের সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

আজ রবিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক ড. আতাউল গনি এ সিদ্ধান্ত নেন।

জেলা প্রশাসক ড. আতাউল গনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ থেকে ২৮ জুন সাত দিনের কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এসব এলাকার কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া হোটেল, মার্কেটসহ সবই বন্ধ থাকবে। এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবাহী ট্রাক ছাড়া রিকশা, ইজিবাইক, সিএনজিসহ যাবতীয় যানবাহন বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা প্রতিরোধ কমিটির আজকের সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ১৫৩টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কালিহাতীতে ১৭ জন, ঘাটাইলে নয় জন, সখীপুরে চার জন আছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ছয় হাজার ১০৯ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৮ জন।

Comments

The Daily Star  | English

Central bank not blocking any business accounts: Governor 

BB is not blocking or interfering with the accounts of any businesses, regardless of their political affiliations, said BB Governor Ahsan H Mansur

44m ago