খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ২৮ শতাংশ

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ছয় জন ও করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে খুমেকের পিসিআর ল্যাবে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৮ দশমিক ১১ শতাংশ।
আজ রোববার সকাল ৮টায় খুমেকের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ছিলেন। এক জনের করোনা উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করা হয়েছে, এখনও ফল পাওয়া যায়নি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫২ জন খুমেকে ভর্তি হয়েছেন। বর্তমানে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে রেড জোনে ৯৮ জন, ইয়োলোতে ২৫, এইচডিইউ ২০ ও আইসিইউতে ১৮ জন আছেন।
গত ২৪ ঘণ্টায় খুমেকের পিসিআর ল্যাবে ৬১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ১৪২ জন, বাগেরহাটের ১১ জন, সাতক্ষীরার তিন জন, যশোরের ছয় জন, নড়াইলের এক জন, গোপালগঞ্জের এক জন ও মেহেরপুরে এক জন রয়েছেন।
Comments