করোনা আক্রান্ত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার হাসপাতালে
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহবুব তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘আমার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।’
নির্বাচন কমিশনের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল মাহবুব তালুকদারের জ্বর থাকায় রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে রক্তে অক্সিজেনের মাত্রা একটু কম দেখা দেওয়ায় তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। আজ দুপুরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
করোনা শনাক্ত হওয়ার কথা মাহবুব তালুকদার নিজেও দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তার একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, মাহবুব তালুকদার কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।
মাহবুব তালুকদার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন। এ সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর সময়ে তিনি তার জনসংযোগ কর্মকর্তা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তার সহকারী প্রেস সচিব (উপসচিব) এর দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাকে তদানীন্তন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয় যা পরবর্তীকালে বিসিএস প্রশাসন হিসেবে রূপান্তরিত হয়। একসময়ে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। চাকরি জীবনের শেষ পর্যায়ে তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিবের পদে কর্মরত ছিলেন।
মাহবুব তালুকদার ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
Comments