পটুয়াখালীতে ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত ২
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে কেশবপুর হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। আহত দুই জন হলেন, রাব্বি (৩৫) ও রাশমোহন (৩৮)।
তিনি জানান, আজ সকালে কেশবপুর হাইস্কুল কেন্দ্রের বাইরে মাঠে এ ঘটনা ঘটে। তখন রিটার্নিং অফিসার ভোটগ্রহণ সাময়িক স্থগিত করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
কেন্দ্রে উপস্থিত ইউপি সদস্যপ্রার্থী রফিকুল ইসলাম জানান, পূর্বের একটি জোড়া খুনের জের ধরে তার সঙ্গে থাকা লোকদের ওপর নৌকা মার্কার চেয়ারম্যানপ্রার্থী সালেহ উদ্দিন পিকুর লোকজন এ হামলা চালায়। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে বিজিবি, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে স্থগিত হওয়া ভোটগ্রহণ পুনরায় শুরু হয় বলে জানান ইউএনও।
উল্লেখ্য, আজ পটুয়াখালীতে চার উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Comments