দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেপ্তার
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’র ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে র্যাব-২’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ১১টি ছুরি, একটি চাপাতি, তিনটি হোল্ডিং চাকু ও একটি খুর উদ্ধার করা হয়েছে।
খন্দকার সাইফুল আলম আরও জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত। কিশোর গ্যাং ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’র সদস্য। গ্রেপ্তারকৃত কিশোর অপরাধীরা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজি করত। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে।
র্যাব-২ গত এক মাসে ১১টি কিশোর গ্যাংয়ের ৬২ সদস্যকে গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
Comments