ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন।

সোমাবার ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লবণকোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে । ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ যাওয়ার পথে একটি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে ট্রাক-চালক ও তার সহকারী চাকা পরিবর্তন করছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও এক জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান।

নিহতরা হলেন, ট্রাকচালক শাহ-আলম গাজী (৫৭), চালকের সহকারী রবিউল মাঝি (২৫) ও ট্রাকচালক শাহ-আলম গাজীর ভাতিজা রাব্বী মিয়া (২৪)।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

14h ago