টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২.৮৫ শতাংশ
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় আরও করোনাভাইরাসে আক্রান্ত ১৬৫ জনকে শনাক্ত হয়েছেন। এই জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ৮৫ শতাংশ।
জেলা সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এর মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, দেলদুয়ারে নয় জন, সখিপুরে তিন জন, বাসাইলে দুই জন, কালিহাতীতে ২০ জন, ঘাটাইলে তিন জন, মির্জাপুরে ছয় জন, নাগরপুরে ছয় জন, গোপালপুরে ১২ জন, ভুঞাপুরে ১৭ জন, মধুপুরে এক জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় মোট ৬ হাজার ২৭৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে । এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন।
আজ সোমবার এক জনসহ করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন আরও জানান, সংক্রমণ প্রতিরোধে আগামীকাল মঙ্গলবার থেকে ২৮ জুন পর্যন্ত টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ হয়েছে।
সংক্রমণ হার বেশি হলেও কালিহাতী পৌর এলাকাকে কেন এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments