প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে আগুয়েরো!
সতীর্থরা সুযোগ তৈরি করে দিচ্ছেন ঠিকই। কিন্তু নিজের কাজটা ঠিকভাবে করতে পারছেন না ফরোয়ার্ডরা। তাই প্রত্যাশা অনুযায়ী গোলের দেখাও মিলছে না আর্জেন্টিনার। ফরোয়ার্ডদের নিয়ে তাই বড় দুশ্চিন্তায় পড়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। প্যারাগুয়ের বিপক্ষে সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া সের্জিও আগুয়েরোকে শুরুর একাদশে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
কোপা আমেরিকায় এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চিলির সঙ্গে ড্র। দ্বিতীয় ম্যাচে ন্যূনতম ব্যবধানে জয়। দুই ম্যাচে গোল এসেছে মাত্র দুটি। এর আগে বাছাই পর্বের দুটি ম্যাচেও ড্র। গোলের সম্ভাবনা তৈরি করলেও ফিনিশিংয়ের স্পষ্ট দেখা যাচ্ছে ফরোয়ার্ডের মধ্যে।
আর এ কারণে আগুয়েরোকে ঝালাই দেখার চিন্তা-ভাবনা করছেন স্কালোনি, 'ও (আগুয়েরো) এমন একজন খেলোয়াড় যেকে আমরা চাই। বিভিন্ন কারণে, প্রয়োজন ছিল বলেই ও খেলেনি। আমরা বিকল্প বেছে নিয়েছিলাম, তবে ও কাপের তালিকায় আছে এবং খেলার সম্ভাবনাও রয়েছে। ও প্রতিদিনই উন্নতি করছে। আমরা ওর গুরুত্বপূর্ণ অবদানের মূল্যায়ন করি। আগামীকাল দলের জন্য আমাদের ভাবতে হবে, তবে এটা একটা বিকল্প হতে পারে।'
অনেক দিন থেকেই আর্জেন্টিনা দলের মূল নম্বর নাইন হিসেবে খেলছেন লাউতারো মার্তিনেজ। খুব একটা খারাপও খেলছেন না। মাঠে তার প্রভাব থাকছে নিয়মিতই। কেবল গোলটাই পাচ্ছেন না। তাই তাকে একাদশ থেকে বাদ দেওয়ার ভাবনাও নেই স্কালোনির। তাই আগুয়েরোকে উইঙ্গার হিসেবে খেলানোর চিন্তা করছেন স্কালোনি। সেক্ষেত্রে আগুয়েরোকে জায়গা দিতে বাদ পড়তে পারেন নিকোলাস গঞ্জালেস। এছাড়া বাদ পড়ার সম্ভাবনা রয়েছে জিওভান্নি লে সোলসোরও।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় ব্রাসিলিয়ায় প্যারাগুয়ের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কাস আকুনা, রদ্রিগো দি পল, গুইদো রদ্রিগেজ, লিয়েন্দ্রো পারাদেস, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও সের্জিও আগুয়েরো।
Comments