বন্ধু মাসচেরানোর রেকর্ড ছুঁয়ে গর্বিত মেসি
প্যারাগুয়ের বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে শেষ পর্যন্ত ঝুঁকিটা নিতে পারেননি। তাতে নতুন এক রেকর্ড গড়ার স্বাদ নেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সাদা-আকাশি জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হাভিয়ের মাসচেরানোকে ছুঁয়ে ফেলেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে কোপা আমেরিকার ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। তাতে নিশ্চিত হয়েছে তাদের নকআউট পর্বও। তাই বলিভিয়ার বিপক্ষে আগামী ম্যাচে হয়তো বিশ্রাম মিলতে পারে মেসির।
২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৭ ম্যাচ খেলেছিলেন মাসচেরানো। জাতীয় দলে মেসির অভিষেক হয়েছিল ২০০৫ সালে। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর এখন পর্যন্ত মাসচেরানোর সমান ১৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। সময়ের অন্যতম সেরা এ ফুটবলার গোল করেছেন ৭৩টি, করিয়েছেন ৪৩ টি।
স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়তে পেরে ভীষণ উচ্ছ্বসিত মেসি। বন্ধু মাসচেরানোর রেকর্ড স্পর্শ করে উচ্ছ্বাসটা যেন আরও বেড়েছে। জাতীয় দলে ঢোকার পর থেকেই মাসচেরানোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন মেসি। পরে বার্সেলোনাতেও তারা খেলেছেন একসঙ্গে। তাই দুজনের মধ্যে সম্পর্কটাও উষ্ণ।
ম্যাচ শেষে মাসচেরানোর কথা স্মরণও করেছেন ৩৩ বছর বয়সী মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এগিয়ে চলার পথে আরেকটি গুরুত্বপূর্ণ জয়। আমার প্রিয় বন্ধু মাসচেরানোর সমান সংখ্যকবার সাদা-আকাশি জার্সি পরতে পেরে আমি গর্বিত। তাকে আমি ভালোবাসি, সবসময় সম্মান এবং শ্রদ্ধা করি।’
কোপা আমেরিকায় তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের অর্জন ৭ পয়েন্ট। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে নামবে তারা।
Comments