খুলনায় বিধিনিষেধের প্রথম দিনই ২২ জনের জেল

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনায় আজ থেকে এক সপ্তাহ চলাচলে বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধ অমান্য করায় প্রথম দিনে ২২ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও ২৩ মামলায় ৪০,৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে শুধু মহানগর এলাকাতেই কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭ জনকে।
খুলনায় চলাচলে বিধিনিষেধের প্রথম দিনে স্বস্থ্যবিধি অমান্য করায় ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: স্টার

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনায় আজ থেকে এক সপ্তাহ চলাচলে বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধ অমান্য করায় প্রথম দিনে ২২ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও ২৩ মামলায় ৪০,৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে শুধু মহানগর এলাকাতেই কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭ জনকে।

বিধিনিষেধ মান্য করাতে কঠোর হতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারায় জেল-জরিমানা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণাও চালানো হচ্ছে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, খুলনা নগরে ছয়টি মোবাইল কোর্ট কাজ করছে। দুপুর পর্যন্ত খুলনার নয়টি উপজেলায় ৩৯ জনকে ৫৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দিঘলিয়া উপজেলায় পাঁচ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্তি জেলা প্রশাসক (সাধারণ) ইউসুফ আলী বলেন, ‘জেলা ও উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। খুলনা নগরীতে ছয়টি দল কাজ করছে এবং নয়টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও সহকারী কমিশনারদের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।’

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

13h ago