কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সড়ক ও কোটবাজার এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি বাসের ধাক্কায় তিন বছরের শিশু নাহিদুল ইসলাম গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
একইদিন উখিয়ার কোটবাজার এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন জানান, দুপুরে উখিয়ার কোটবাজারে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার সময় মোহাম্মদ তারেক (২৬) নামে এক জন মৃত্যুবরণ করেন। তিনি রামু উপজেলার তুলাতলী বাগান এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (২২) হাসপাতালে চিকিৎসাধীন, অপর দুজন আবুল হোসেন ও নুরুল আমিনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত শিশু নাহিদুল ইসলাম ও মোহাম্মদ তারেকের মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Comments