লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও টান দিয়ে মোবাইল নিয়ে যায়: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একমাস আগে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়নি। এ প্রসঙ্গে তিনি আজ বলেছেন, ‘লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও টান দিয়ে মোবাইল ফোন নিয়ে যায়। আমাদের দেশে ১২ থেকে ১৩ কোটি মোবাইল সেট। এর মধ্যে কিছু হারাবে, এটাই স্বাভাবিক। এক্সপার্টরা বলেছেন, আমার ফোনটা নাকি চার্জ দিচ্ছে না। এটা এখন মৃত। ফোন না পাওয়ায় আমি দুঃখিত। তবে শঙ্কিত নই।’
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। এসময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের সন্তষ্টির কথাও জানান তিনি।
সুনামগঞ্জে একটি রেললাইন নির্মাণের রুট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মতবিরোধ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জে রেললাইন নির্মাণ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর আধা সরকারি চিঠি (ডিও লেটার) সঙ্গত ছিল না। তবে এ ব্যাপারে তাদের মধ্যে আর বড় কোনো মতবিরোধ না থাকার কথাও উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী।
সুনামগঞ্জ থেকে ছাতক পর্যন্ত রেললাইন কোন এলাকা দিয়ে যাবে তা নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে টানাপোড়েন চলছে পররাষ্ট্রমন্ত্রীর। সম্প্রতি দুই মন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস থেকে বিষয়টি সামনে এসেছে।
এম এ মান্নান বলেন, ‘তিনি (পররাষ্ট্রমন্ত্রী) একটি ডিও লেটার দিয়েছিলেন। তার প্রতি সম্মান রেখে বলছি এটা সঙ্গত ছিল না। কয়েকজন এমপি তার কাছে গিয়েছিলেন। কিন্তু তিনি আমাকে একটা ফোন দিতে পারতেন। তা না করে ডিও লেটার দেওয়াতে আমি অবাক হয়েছিলাম।’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখন কোনো মতবিরোধ না থাকার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যাই হোক পরে উনি ভুল স্বীকার করেছেন। এখন কোন মতবিরোধ নেই। আমরা ৫০ বছর ধরে বন্ধু। বন্ধুই আছি।’
আরও পড়ুন:
Comments