ঢাকার বাইরে ৪ রুটে চলবে ট্রেন
ঢাকার সঙ্গে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হলেও পূর্ব ও পশ্চিমাঞ্চলে চারটি রুটে ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, পূর্বাঞ্চলে চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ, চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল অব্যাহত থাকবে। আর পশ্চিমাঞ্চলে শুধু আব্দুলপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল করবে।
তাছাড়া সারাদেশে কনটেইনার, জ্বালানি ও পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হচ্ছে আজ মধ্যরাত থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে ২২টি আন্তনগর এবং ১০টি মেইল ও কমিউটার ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বিধিনিষেধ থাকায় সেখানেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করেছিল সরকার। এর পর পরিস্থিতির উন্নতি হওয়ার পরিপ্রেক্ষিতে ২৪ মে থেকে ক্রমান্বয়ে বিভিন্ন রুটে বেশ কিছু ট্রেন চালু হয়। এর মধ্যে আবার ঢাকার আশপাশের সাত জেলার সঙ্গে খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চলাচলে বিধিনিষেধ আসায় যাত্রীবাহী ট্রেন বন্ধের সিদ্ধান্ত হলো।
আরও পড়ুন:
Comments