বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ
তিন সংস্করণের সিরিজ খেলতে জুলাই মাসে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ থেকে ২৭ জুলাই পর্যন্ত সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
সিরিজে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ৭ জুলাই থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ শুরুর সময় দুপুর দেড়টা।
১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৮ ও ২০ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ। ম্যাচগুলো ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় দুদলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো ম্যাচই হবে দিনের। স্থানীয় সময় সকাল সাড়ে ৯ এবং বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে খেলা।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই থেকে। ২৫ ও ২৭ জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় অনুযায়ী তিনটি ম্যাচই শুরু হবে বিকে সাড়ে ৪টায়। ২০১৩ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আফ্রিকা মহাদেশের দেশটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।
করোনাভাইরাস মহামারির কারণে সম্প্রতি জিম্বাবুয়েতে চলছে লকডাউন। বন্ধ করে দেওয়া হয়েছিল সব ধরণের খেলাধুলা। তবে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, সরকারের কাছ থেকে আন্তর্জাতিক সিরিজ চালানোর বিশেষ অনুমতি পেয়েছে তারা।
Comments