করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫০,৮৪৮, মৃত্যু ১৩৫৮

ভারতের আহমেদাবাদে করোনায় আক্রান্ত এক রোগীকে চিকিৎসার জন্য কোভিড ডেডেকেটেড হাসপাতালে নেওয়া হচ্ছে। ১৯ এপ্রিল, ২০২১। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০,৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন তিন কোটি ২৮ হাজার ৭০৯ জন। এছাড়া, এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৯০ হাজার ৬৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৩৫৮ জন।

আজ বুধবার সকাল ৮টায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (এমওএইচএফডব্লিউ) কর্তৃক আপলোড করা তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এর আগে, গতকাল ৪২,৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ১,১৬৭ জনের। গতকাল দেশটিতে আরও প্রায় ৫.৪ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। গত ২১ জুন দেশটিতে রেকর্ড ৮.৬ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়।

এদিকে, সরকার পরিচালিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) দেওয়া তথ্যে দেখা গেছে, মঙ্গলবার করোনার ১,৯০১,০৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়, যা ২০ জুন ছিল ১,৬৬৪,৩৬০টি।

আইসিএমআর ড্যাশবোর্ডে দেখা গেছে, দেশটিকে এখন পর্যন্ত মোট ৩,৯৫,৯৭৩,১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ কমার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা ভবিষ্যতে তৃতীয় তরঙ্গের আঘাতে আশঙ্কা করেছেন। তারা ভাইরাসটির নতুন রূপ ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতোমধ্যে দেশটির কিছু এলাকায় এই ভ্যারিয়েন্টে আক্রান্ত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

48m ago