করোনাভাইরাস

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪.৪৬ শতাংশ, মৃত্যু ৫

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৪৬ শতাংশ।
কুষ্টিয়া
স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৪৬ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৩২৩ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৮৪ শতাংশ।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

সিভিল সার্জন বলেন, ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৩৫ জন। আগের ২৪ ঘণ্টায় ভর্তি ছিলেন ১১২ জন। তার আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৯১ জন।’

তিনি আরও জানান, বর্তমানে জেলায় হোমআইসোলেশনে আছেন ১২৫০ জন। আগের ২৪ ঘণ্টায় ছিলেন ১১৫৭ জন। এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬৬৬ জন এবং মারা গেছেন ১৬২ জন।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

21m ago