রেলের অগ্রিম টিকিটের মূল্য ফেরতে বিড়ম্বনায় যাত্রীরা
গত মধ্যরাত থেকে ঢাকা থেকে দেশের অন্যান্য স্থানে যাত্রীবাহী রেল চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। পরে আজ সকালে শত শত যাত্রী অগ্রিম টিকিটের মূল্য ফেরত নিতে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেন এবং তাদের অনেকেই বিড়ম্বনায় পড়েন।
কারণ, আজকের জন্য কেনা টিকিটের মূল্য যাত্রীদের ফেরত দেওয়া হলেও যারা আগামী পাঁচ দিনের জন্য অগ্রিম টিকিট কিনেছিলেন তাদের নির্ধারিত দিনে আসতে বলা হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, যাত্রীরা যেদিনের টিকিট কিনেছিলেন সেই নির্দিষ্ট দিনে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
তিনি আরও বলেন, যদি তারা নির্ধারিত তারিখের আগে বা পরে আসে, তাহলে তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া যাবে না। কারণ রেলের সফটওয়্যার সিস্টেম এভাবেই সেট করা হয়েছে।
আগামীকাল ঢাকা থেকে জামালপুরে যাওয়ার জন্য তিস্তা এক্সপ্রেসের টিকিট কিনেছিলেন টিকিট কিনেছিলেন মো. আলমগীর। তিনি আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেছেন, টিকিটের মূল্য ফেরত নিতে আজ কাউন্টারে গিয়েছিলেন। কিন্তু, তাকে আগামীকাল আসতে বলা হয়েছে।
তবে, ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেশের অন্যান্য জেলা এবং শহরের মধ্যে যাত্রীবাহী ট্রেন যথারীতি চলবে। সড়ক, রেল ও জলপথে সব আন্তঃজেলা পরিবহন স্থগিতের পর ঢাকার সঙ্গে দেশের অন্যান্য অংশ থেকে যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Comments