স্যানিটেশন ও পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় কী?

যারা একেবারে নামমাত্র মূল্যে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখেন, রোজ সকালে আমরা পাই একটি আবর্জনামুক্ত শহর, সেই মানুষগুলোর সামাজিক মর্যাদা, স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক সচ্ছলতার নিশ্চয়তা দেবে কে?

যারা একেবারে নামমাত্র মূল্যে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখেন, রোজ সকালে আমরা পাই একটি আবর্জনামুক্ত শহর, সেই মানুষগুলোর সামাজিক মর্যাদা, স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক সচ্ছলতার নিশ্চয়তা দেবে কে?

নীতিনির্ধারকরা তাদের জন্য কী করতে পারে? তার বাস্তবায়নে কি কোনো জটিলতা আছে?

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে দ্য ডেইলি স্টার, ওয়াটার এইড বাংলাদেশ এবং সুইডেনের বাংলাদেশি দূতাবাস সম্মিলিতভাবে একটি ক্যাম্পেইন শুরু করেছে, যার নাম ‘The Untold Stories of Sanitation and Waste Workers’, এই ক্যাম্পেইনে মাস জুড়ে থাকছে বিভিন্ন আয়োজন। এবারের আয়োজনে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গভর্নেন্স অ্যাডভাইজার শহীদুল ইসলাম এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মাহফুজুল হক।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago