পিছিয়ে পড়েও হাঙ্গেরির সঙ্গে ড্র করে শেষ ষোলোতে জার্মানি

উনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় হাঙ্গেরির সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে জার্মানরা।
goretzka
ছবি: টুইটার

দুই দফা পিছিয়ে পড়া জার্মানি পড়েছিল বিদায়ের শঙ্কায়। তবে শেষদিকের গোলে টিকে ২০২০ ইউরোতে গেল তারা। হাঙ্গেরিকে বিদায় করে ইওয়াখিম লুভের শিষ্যরা পেল শেষ ষোলোর টিকিট।

বুধবার রাতে মৃত্যুকূপ খ্যাত ‘এফ’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে হাঙ্গেরির সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে জার্মানরা।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে অ্যাডাম সালাই হাঙ্গেরিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জার্মানি সমতায় ফেরে কাই হাভার্টজের গোলে। অল্প সময়ের ব্যবধানে আন্ড্রাস শাফার ফের হাঙ্গেরিকে লিড এনে দিলেও তা ধরে রাখতে পারেনি দলটি। বদলি নামা লিয়ন গোরেটস্কা ৮৪তম মিনিটে হাসি ফোটান স্বাগতিকদের মুখে।

তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি সাক্ষাতে পর্তুগালের চেয়ে এগিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে জার্মানি। ২ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে আসরজুড়ে বিনোদনদায়ী ফুটবল উপহার দেওয়া হাঙ্গেরি।

‘এফ’ গ্রুপের টানটান উত্তেজনাপূর্ণ আরেক ম্যাচে হাঙ্গেরির বুদাপেস্টে একই ব্যবধানে ড্র করেছে ফ্রান্স ও পর্তুগাল। ফ্রান্সের পক্ষে করিম বেনজেমা ও পর্তুগালের পক্ষে ক্রিস্তিয়ানো রোনালদো করেন জোড়া গোল।

৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরোর শিরোপাধারী পর্তুগাল অর্জনও ৪ পয়েন্ট। ছয় গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সেরা চারটির মধ্যে থেকে জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে। গতবারও একই কায়দায় তারা পাড়ি দিয়েছিল গ্রুপপর্বের বাধা।

আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে জার্মানি। ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দশটায় তারা মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের।

Comments

The Daily Star  | English

World Bank commits over $2b to support reform in Bangladesh

The country director informed that the WB can mobilise about $2 billion this fiscal year to support critical reforms, flood response, better air quality, and health

39m ago