লালমনিরহাট পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট পৌর এলাকায় আগামী শনিবার (২৬ জুন) সকাল থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জুনের শুরু থেকে লালমনিরহাটে করোনার সংক্রমণ হার বেড়েই চলেছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় করোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। এ কারণে সংক্রমণ মোকাবিলায় শনিবার সকাল থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরপরও যদি সংক্রমণ নিয়ন্ত্রণে না আসে তাহলে আরও কঠোর ব্যবস্থার পরিকল্পনা আছে।’
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা শহরে প্রবেশদ্বারগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করবে।’
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত এক হাজার ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ১১৩ জন এবং মারা গেছেন ১৯ জন।
Comments