‘অপরাধ, ভিকটিম, ভয় এবং এই শহরের গল্প’

ওয়েব সিরিজের নাম ‘মহানগর’। এবারই প্রথমবার কোনো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন আশফাক নিপুন। এই মহানগরে ঘটে যাওয়া ঘটনার থ্রিলার ওয়েব সিরিজ ‘মহানগর’। এটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। ইতোমধ্যে মহানগরের ট্রেলার, সংলাপ দর্শকদের আকর্ষণ বাড়িয়েছে।
মহানগর ওয়েব সিরিজের পোস্টার

ওয়েব সিরিজের নাম ‘মহানগর’। এবারই প্রথমবার কোনো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন আশফাক নিপুন। এই মহানগরে ঘটে যাওয়া ঘটনার থ্রিলার ওয়েব সিরিজ ‘মহানগর’। এটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। ইতোমধ্যে মহানগরের ট্রেলার, সংলাপ দর্শকদের আকর্ষণ বাড়িয়েছে।

আগামীকাল শুক্রবার হইচই স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘মহানগর’ মুক্তি পেতে যাচ্ছে।

ওয়েব সিরিজটি মুক্তির আগে নির্মাতা আশফাক নিপুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মহানগর ওয়েব সিরিজে এই শহরের গল্প বলতে চেয়েছি। আমাদের আশপাশে ঘটে যাওয়া গল্পই দেখা যাবে এতে। বর্তমানে এই শহরে অপরাধ ও  ভিকটিম বাড়ছে, মানুষের মধ্যে ভীতি বাড়ছে। একটা বিষয় খেয়াল করলে দেখা যাবে- মানুষ এখন থানা ও ফাইভ স্টার হোটেলে যেতে কিছুটা ভয় পান। তাই মহানগরে আমি এই শহরের যাপিত জীবনের গল্প বলতে চেয়েছি।’

সত্যজিৎ রায় নির্মিত ‘মহানগর’ নামে বিখ্যাত সিনেমা আছে। নাম নিয়ে কোনো সংশয় ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যজিৎ রায় আমার সবচেয়ে প্রিয় পরিচালক। কিছুদিন আগেই তার শতবর্ষ পালিত হয়েছে। যখন এই সিরিজটি লক করি তখন এটা মাথায় ছিল না। কারণ, এখানে আমি এই ঢাকা শহরের গল্প বলতে চেয়েছি। গল্পের সূত্র ধরেই মহানগর নামটা এসেছে। প্রতিটা মহানগরের আলাদা -আলাদা গল্প থাকে। তাই নাম নিয়ে আমার মধ্যে কোনো প্রকার সংশয় ছিল না।’

‘মহানগর’ ওয়েব সিরিজটিকে অভিনয় করেছেন- মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, খায়রুল বাসার, মোস্তাফিজুর নুর ইমরান, নিশাত প্রিয়মসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

50m ago