যত্রতত্র নয়, স্বাস্থ্যবিধি মেনে যেন পশুর হাট হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিকেএমইএ ও বিজিএইএ যথাসময়ে গার্মেন্টস কর্মীদের বেতন দেবে বলে নিশ্চিত করেছে’
স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ছবি

যত্রতত্র যেন পশুর হাট না হয়, সেটি সিটি করপোরেশন দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘পশুর হাট যেন যত্রতত্র না হয়, সেটি সিটি করপোরেশন দেখবে। পশুর হাটে পুলিশ টিম থাকবে। স্বাস্থ্যবিধি মেনে যেন পশুর হাট হয় এবং অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করা হবে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘ঈদ সামনে রেখে কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করবে।’

কুরবানির পশুর চামড়া পাচার বন্ধে বর্ডারে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলেও জানান মন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা শহরে চুরি ও ডাকাতি বন্ধে র‌্যাবের টহল থাকবে।’

মন্ত্রী বলেন, ‘ঈদে হাইওয়ে যাতে যানজট তৈরি না হয়, সেজন্য হাইওয়ে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে। বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার থাকবে।’

গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিকেএমইএ ও বিজিএইএ যথাসময়ে তাদের বেতন ভাতা দিবে বলে নিশ্চিত করেছে।’

গার্মেন্টস কর্মীদের ছুটি পর্যায়ক্রমে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

শিল্প কারখানা এলাকায় নাশকতা বন্ধে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী এসময় জানান।

Comments

The Daily Star  | English

4 injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago