ইউরোর শেষ ষোলোর পূর্ণাঙ্গ সূচি
২০২০ ইউরোর গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে বুধবার রাতে। ৩৬টি ম্যাচ শেষে ছয় গ্রুপ থেকে ১৬টি দল জায়গা করে নিয়েছে দ্বিতীয় রাউন্ডে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা চারটি পেয়েছে নকআউট পর্বের টিকিট।
শেষ ষোলোতে জয়ী দলগুলোর আটটি উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এরপর আগামী ৭ ও ৮ জুলাই হবে দুটি সেমিফাইনাল। সবশেষে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াই মাঠে গড়াবে ১২ জুলাই।
শেষ ষোলোতে ওঠা দলগুলো:
গ্রুপ চ্যাম্পিয়ন: ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন, ফ্রান্স
গ্রুপ রানার্সআপ: ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন, জার্মানি
তৃতীয় স্থান অধিকারী সেরা চারটি দল: সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, পর্তুগাল
শেষ ষোলোর ম্যাচগুলো কবে, কোথায়, কখন:
২৬ জুন: ওয়েলস-ডেনমার্ক (আমস্টারডাম, রাত ১০টা)
২৭ জুন: ইতালি-অস্ট্রিয়া (লন্ডন, রাত ১টা)
২৭ জুন: নেদারল্যান্ডস-চেক প্রজাতন্ত্র (বুদাপেস্ট, রাত ১০টা)
২৮ জুন: বেলজিয়াম-পর্তুগাল (সেভিয়া, রাত ১টা)
২৮ জুন: ক্রোয়েশিয়া-স্পেন (কোপেনহেগেন, রাত ১০টা)
২৯ জুন: ফ্রান্স-সুইজারল্যান্ড (বুখারেস্ট, রাত ১টা)
২৯ জুন: ইংল্যান্ড-জার্মানি (লন্ডন, রাত ১০টা)
৩০ জুন: সুইডেন-ইউক্রেন (গ্লাসগো, রাত ১টা)
Comments