ফ্লোরিডার মিয়ামিতে ১২ তলা আবাসিক ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা

সার্ফসাইড শহরে ওই ভবনটি ১৯৮০ সালে নির্মিত। ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে একটি ১২ তলা আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন।

বিবিসি জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ১০ জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনটি ধসে পড়ার সময় ভেতরে মোট কত লোক ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে।

সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানান, তিনি আজ দক্ষিণ ফ্লোরিডায় ওই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

তিনি বলেন, ‘আমরা যে ধরনের ধ্বংসস্তূপ দেখছি, তাতে খারাপ খবরই আসতে পারে বলে আশঙ্কা করছি।’

সার্ফসাইড শহরে ওই ভবনটি ১৯৮০ সালে নির্মিত। ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago