করোনাভাইরাস
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ শতাংশ
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ শতাংশ।
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ শতাংশ।
আজ শুক্রবার সকালে সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ এসেছে ৩৯ জনের। মৌলভীবাজারে এ পর্যন্ত দুই হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩৩ জন।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৌলভীবাজারসহ ১৫টি জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছে। গত ১৪ থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
Comments