পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২.৮৫ শতাংশ
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টার করোনা শনাক্তের হার ৪২.৮৫ শতাংশ।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাত জন কলাপাড়া উপজেলার। এ ছাড়াও, পটুয়াখালী সদর উপজেলা ও দশমিনায় তিন জন ও বাউফল ও মির্জাগঞ্জে একজন আছেন। একই সময়ে সুস্থ হয়েছেন সাত জন।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২,৪১৯ জনের এবং সুস্থ হয়েছেন ২,২৮২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৮৪ জন। এদের মধ্যে ৮২ জন হোম কোয়ারেন্টিনে এবং অন্য দু’জন পটুয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫২ জন।
সিভিল সার্জন জানান, ২৩ জুন জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪.৩৪ শতাংশ, ২২ জুন ১৮.৪২ শতাংশ, ২১ জন ৯.৮৩ এবং ২০ জুন ১৮.৬০ শতাংশ।
Comments