কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে ‘করোনা ডেডিকেটেড’ ঘোষণা

কুষ্টিয়াতে অব্যাহতভাবে করোনার আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কতৃপক্ষকে জানানো হয়েছে।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, আজ সকাল পর্যন্ত হাসপাতালের ১৮০ রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ১৪২ জন করোনা পজিটিভ। বাকি ৩৮ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালে করোনা ইউনিটে শয্যা আছে মোট ৫০টি। রোগীদের চাপ সামলাতে দোতলার সব ওয়ার্ডে ২০০টি শয্যা স্থাপন করা হয়েছে। নিচের কয়েকটি ওয়ার্ড তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে করোনা ছাড়া অন্য রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
গতকাল এই হাসপাতালে করোনা রোগী ভর্তি ছিল ১৪৭ জন। তার আগের দিন ছিল ১৩৫ জন।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, রোগীদের বড় একটা অংশ হাসপাতালে বেড না পেয়ে বাড়িতে আইসোলেশনে আছেন। এটা বড় রকমের বিপর্যয় ডেকে আনতে পারে।
এ পর্যন্ত কুষ্টিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮১১ জনের। মারা গেছেন ১৭৩ জন।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সোমবার ভোর থেকে জেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। সব উপজেলা ও আশপাশের জেলাগুলো থেকে কুষ্টিয়া শহরের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
Comments