খুলনায় লকডাউন না মানায় ৬৭ জনকে সাড়ে ৩৬ হাজার টাকা জরিমানা
খুলনায় সপ্তাহব্যাপী লকডাউনের চতুর্থ দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৬৭ জনকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা মহানগর ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীর তত্ত্বাবধানে মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ ছাড়া, উপজেলাগুলোতে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনাররা (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধিনিষেধ অমান্য করার দায়ে ৬৭ জনকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খুলনা মহানগর ও নয়টি উপজেলায় লকডাউন অমান্য করায় ৬৭ জনকে জরিমানা করা হয়।’
আগামী দিনগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
উল্লেখ্য, সাম্প্রতিককালে খুলনায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ২২ জুন থেকে আগামী ২৮ জুন পর্যন্ত লকডাউন আরোপ করা হয়েছে। লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতেই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন এপিবিএন, বাংলাদেশ আনসার, র্যাব এবং থানা পুলিশের সদস্যরা।
Comments