শুভাগতের ক্যামিওর পর রুয়েলের ৫ উইকেট

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির শনিবার শেষ দিন। এদিন সুপার লিগের ম্যাচে দোলেশ্বরকে বৃষ্টি আইনে ২৫ রানে হারিয়েছে মোহামেডান। সুপার লিগের শেষ ম্যাচে এসে তারা পেয়েছে প্রথম জয়।
Shuvagata Hom

বৃষ্টিতে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৮০ রানের আশেপাশে থাকার পথে ছিল। ওই অবস্থায় শেষ ওভারের ঝড়ে শুভাগত হোম দলকে নিয়ে গেলেন একশো ছাড়িয়ে। রান তাড়ায় তালগোল পাকিয়ে হোঁচট খেয়েছে প্রাইম দোলেশ্বর। মোহামেডানের দুই পেসার রুয়েল মিয়া আর ইয়াসিন আরাফাত মিশু মিলেই তুলেছেন ৯ উইকেট।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির শনিবার  শেষ দিন। এদিন সুপার লিগের ম্যাচে দোলেশ্বরকে বৃষ্টি আইনে ২৫ রানে হারিয়েছে মোহামেডান। সুপার লিগের শেষ ম্যাচে এসে তারা পেয়েছে প্রথম জয়। লিগ জেতার দৌড় থেকে অনেক আগেই ছিটকে যাওয়া ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য তা হয়ে থাকল সান্ত্বনার।

আগে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভাবে ৫ উইকেটে ১০৩ রান করে মোহামেডান। ছয়ে নেমে মাত্র ৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন শুভাগত। ওই রান তাড়ায় ৮ বল আগে ৮১ রানে গুটিয়ে যায় দোলেশ্বর। মোহামেডানের হয়ে ২১ রানে ৫ উইকেট নিয়েছে বাঁহাতি পেসার রুয়েল। ডানহাতি পেসার ইয়াসিন ১১ রানে পেয়েছেন ৪ উইকেট।

১০৪ রান রান তাড়ায় নেমে রুয়েলের প্রথম ওভার থেকে ১০ রান আনলেও তৌফিক খানকে হারায় দোলেশ্বর। উইকেট পড়তে থাকে নিয়মিতই। ঝড়ের আভাস দিয়ে ইমরুনুজ্জামান ৮ বলে ১৫ করে ক্যাচ দেন ইয়াসিনের বলে। খানিক পর সাইফ হাসানও একই পথের পথিক। ফজলে মাহমুদ থিতু হতে সময় নিলে চাহিদা মেটেনি দলের। ফরহাদ রেজা, মার্শাল আইয়ুবরা দ্রুত বিদায় নিলে সাতে নেমে অনেকটা সময় পেয়েছিলেন শামীম পাটোয়ারি। আগের ম্যাচের হিরো এদিন আর পারেননি। তিনি ফেরেন ৭ বলে ৮ রান করে।

শেষ দিকে বলে বলে মারতে গিয়ে আউট হয়ে ফিরতে থাকেন দোলেশ্বরের ব্যাটসম্যানরা। খেলতে পারেননি পুরো ওভারও।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে মোহামেডানও পায়নি ভালো শুরু। অভিষেক মিত্র ১২ বল নষ্ট করে আউট হন ৩ রান করে। শাকিল হোসেন প্রথমবার নেমে পারেননি, ব্যর্থতার ধারা বজায় থাকে শামসুর রহমান শুভর। ওপেনার পারভেজ ইমনই যা রান আনছিলেন। নবম ওভারে ২১ বলে ২৬ করে থামে পারভেজের দৌড়।

৮০ রানের আশেপাশে থাকাই তখন বাস্তব অবস্থা। সেই রানকে তিন অঙ্কে নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব শুভাগতের। মোহামেডান অধিনায়ক কামরুল ইসলাম রাব্বির শেষ ওভারে ২ ছক্কা, ২ চার। শেষ বলে মাহমুদুল হাসানও চার মারেন। ওয়াইড, নো মিলিয়ে ওই ওভার থেকে আসে ২৮ রান। সেটাই পরে গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago