বাজেট নিয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য বোধগম্য নয়: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরের বাজেট পলিশ করার বিষয়ে পরিকল্পনামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
mustafa_kamal
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

আগামী অর্থবছরের বাজেট পলিশ করার বিষয়ে পরিকল্পনামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি আপনাদের মতো আমারও বোধগম্য হয়নি। এটা নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বললে জানা যাবে যে তিনি কী বোঝাতে চেয়েছেন।’

‘বাজেট প্রণয়নের সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাবও গ্রহণ করা হয়েছে’, বলেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সঙ্গে ভ্যাকসিন অনিশ্চয়তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের মতো ভ্যাকসিন পাওয়া নিয়ে আমিও কনসার্ন। তবে, শিগগিরই ইতিবাচক সমাধান হবে বলে আশা করছি।’

আগামী সোমবার থেকে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে। এ সময় গরিবদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখাশোনা করেন। তিনি বিশেষ কোনো ব্যবস্থা নেবেন।’ তবে, কী ব্যবস্থা, সে বিষয়ে অর্থমন্ত্রী কিছু বলেননি।

আজকের সভায় রাশিয়া থেকে জরুরিভিত্তিতে পাঁচ লাখ টন গমসহ ১৬টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

3h ago