লকডাউনই কি একমাত্র সমাধান?
ভয়াবহতার অন্য নাম এখন করোনাভাইরাস। বিপর্যস্ত পুরো দেশ। ভেঙে পড়ার মুখে স্বাস্থ্য ব্যবস্থা। এবারের কঠোর লকডাউনে আসলেই কতটা কঠোর হবে সরকার? নাকি আমরা আবারো দেখব সরকার কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ? ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে ভারতের ভুলগুলো থেকে আমরা কি কিছু শিখতে পারি? সংক্রমণ ঠেকাতে লকডাউনই কি একমাত্র পন্থা?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজ রুমে কঠোর লকডাউনের নানা দিক নিয়ে কথা বলতে দেবযানী শ্যামার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।
Comments