করোনাভাইরাস

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩.৭৯ শতাংশ, মৃত্যু ৫

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৭৭টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ৮৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৪৭৮টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩.৭৯ শতাংশ।
কুষ্টিয়া
স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৭৭টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ৮৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৪৭৮টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩.৭৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় সাত জনের এবং একই সময়ে ২২৩টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়। তার আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুও সংখ্যা ছিল সাত জন। এই সময়ে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ১১১ করোনা শনাক্ত হয়।

আজ রোববার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৬৪ জন।

তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৫৫৬ জন। গতকাল ছিলেন ১৪১২ জন। এর আগের দিন ছিলেন ১৩৮৬ জন। তার আগের দিন ছিলেন ১৩৩০ জন।

এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ১৮৫জন এবং মারা গেছেন ১৮৫ জন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago