খুলনায় একদিনে আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৬৪.১৭ শতাংশ
খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জন ও করোনার উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় এসব হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
একই সময়ে ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্ত ৬৪.১৭ শতাংশ।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন ১২ মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয় জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি তিন জনের করোনার উপসর্গ ছিল।
এ ছাড়া ১৩০ শয্যার এ করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৬০জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে- রেড জোনে ৯৬ জন, ইয়োলো জোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা পজিটিভ ছিলেন।
তিনি আরও জানান, হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটে ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ছয় জন এবং এইচডিইউতে পাঁচ জন চিকিৎসাধীন আছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা দু’জনই করোনা পজিটিভ ছিলেন।
তিনি আরও জানান, ৭০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৬৮ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১২ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার রাতে খুমেকের পিসিআর মেশিনে ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ২৩৬ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া বাগেরহাটে ৯৩ জন, যশোরে আট জন, সাতক্ষীরায় তিন জন ও নড়াইলের একজন, ঝিনাইদহের একজন এবং পিরোজপুরের একজন আছেন।
Comments