করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২.৮২ শতাংশ, মৃত্যু ১২৫৮

রয়টার্স ফাইল ফটো

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ হাজার ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন এক হাজার ২৫৮ জন। এ সময় ১৭ লাখ ৭৭ হাজার ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ।

একই সময়ে দেশটিতে ৫৭ হাজার ৯৪৪ জন সুস্থ হয়েছেন।

আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে

ইন্ডিয়া টুডে জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক শনাক্ত হওয়া পাঁচটি রাজ্য হলো- কেরালায় ১২,১১৮ জন, মহারাষ্ট্রে ৯,৮১২ জন, তামিলনাড়ু ৫,৪১৫ জন, কর্ণাটক ৪,২৭২ জন এবং অন্ধ্র প্রদেশে ৪,১৪৭ জন।

নতুন শনাক্তের ৭১.৪৮ শতাংশ এই পাঁচটি রাজ্য থেকে হয়েছে এবং নতুন শনাক্তের ২৪.২২ শতাংশ কেরালাতে।

ভারতে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি দুই লাখ ৩৩ হাজার ১৮৩ জনে এবং মৃত্যু তিন লাভ ৯৫ হাজার ৭৫১ জনে।

এদিকে, ভারত গত ২৪ ঘণ্টায় ৬৪,২৫,৮৯৩ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৩২,১৭,৬০,০৭৭ ডোজ টিকা দেওয়া হলো।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

3h ago