চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি পটলার মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আব্দুস সালাম (৫০) বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার ডিলারশিপ ব্যবসা আছে।
আহত আব্দুস সালাম জানান, প্রতিদিনের মতো মার্কেটে টাকা আদায় করে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হাজরাহাটির পটলার মোড়ে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে অজ্ঞাত তিন জন তার গতিরোধ করে। তারপর মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র বের করে মোটরসাইকেল, অর্থ ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা নিতে না পারলেও মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ এবং ঘটনাস্থল থেকে কালো টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজিদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আব্দুস সালামের অবস্থা আশঙ্কামুক্ত। তার শরীরের অনেক জায়গায় কোপের জখম আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সেখানে ভর্তি করা হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এটা ছিনতাইয়ের কোনো ঘটনা বলে মনে হচ্ছে না। পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে, এ ঘটনার তদন্ত চলছে।
Comments