কক্সবাজারে সাগরে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজারের কবিতা চত্বর পয়েন্টে সাগরে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
Coxs Bazar map
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের কবিতা চত্বর পয়েন্টে সাগরে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

আজ রোববার সকালে এই ঘটনা ঘটেছে।

নিখোঁজ ইশরার হাসনাইন (১৬) কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও শহরের ঘোনারপাড়ার মোহাম্মদ আমান উল্লাহ’র ছেলে।

ইশরারের পরিবারের সদস্যরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ইশরার তার এক সহপাঠীর সঙ্গে আজ সকাল সাড়ে নয়টার দিকে সৈকতের কবিতা চত্বরে যায়। সেখানে গোসল করতে নেমে তারা স্রোতের টানে ভেসে যায়।

ইশরারের সহপাঠী কামরুল হাসানকে সৈকতে দায়িত্বরত লাইফ গার্ডের কর্মীরা উদ্ধার করেন। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাইফ গার্ডের কর্মীরা ডেইলি স্টারকে জানিয়েছেন, সাগরে গোসল করতে গিয়ে স্রোতের টানে ইশরার ভেসে গেছে। তার সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন তার বিদ্যালয়ের ছাত্র ইশরার হাসনাইন সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ঘটনাটি ডেইলি স্টারকে জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

2h ago