সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরও আট জন মারা গেছেন। এ নিয়ে এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হলো ৩২১ জনে।
একই সময়ে জেলায় ১৬৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ। যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ৫ দশমিক ৬৯ শতাংশ বেশি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত জেলায় ১৬৫ জনের নমুনায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ১৫৯ নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ছিল ২৭ দশমিক ০৪ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত ১২ হাজার ৫৪৬ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ২৬ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরায় একেবারে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। অধিকাংশ অফিস বন্ধ থাকলেও শহরে নানা ধরনের যানবাহন চলছে। মানুষের মধ্যে সচেতনতা নেই। বাজারে সামাজিক দূরত্বের কোনো বলাই নেই।
Comments