ঝিনাইদহে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮.১৩ শতাংশ, মৃত্যু ২
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৩ শতাংশ। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই জন।
আজ রোববার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আজ সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঝিনাইদহ সদরে ২৪ জন, শৈলকূপায় ১৫ জন, হরিণাকুণ্ডুতে ১২ জন, কালীগঞ্জে ২০ জন, কোটচাঁদপুরে ১৪ জন ও মহেশপুরে পাঁচ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা তিন হাজার ৯৯৪ জনে দাঁড়িয়েছে বলেও যোগ করেন তিনি।
Comments