শাহরুখ খানের বিপরীতে কে এই নয়নতারা?
বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিনয়ে ২৯ বছর পূর্ণ হয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তারপর আড়াই বছর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। গত বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন। যার শুটিং এখনো শেষ হয়নি।
এদিকে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার তথ্য মতে, তেলেগু পরিচালক অ্যাটলির নতুন প্রজেক্টে শাহরুখ খানের কাজ করার কথা শোনা যাচ্ছে। নাম ঠিক না হওয়া এই সিনেমায় তার বিপরীতে অভিনয়ের কথাও শোনা যাচ্ছে দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা নয়নতারার। এই খবরে উচ্ছ্বাস দেখা গেছে তাদের ভক্তদের মাঝে।
দক্ষিণী চলচ্চিত্রে নয়নতারা ‘লেডি সুপারস্টার’ নামে পরিচিত। ২০০৩ সালে মালায়ালাম ছবি ‘মানস্সিনাক্কারে’ দিয়ে ১৯ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয়। ২০০৫ সালে রজনীকান্তের বিপরীতে ‘চন্দ্রমুখী’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রিটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।
Comments