ডিজিটাল নিরাপত্তা আইন সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতেই সরকার করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেছে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে লেজিসলেটিভ ডেস্কবুকের খসড়া উপস্থাপন বিষয়ক এক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই কর্মশালার আয়োজন করে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় আইনমন্ত্রী বলেন, ‘অপরাধের ধরন বদলে যাচ্ছে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পেক্ষাপট পরিবর্তন হচ্ছে। এগুলো অ্যাড্রেস করার জন্য সরকার নতুন নতুন আইন প্রণয়ন করছে। পুরাতন আইনগুলো সংশোধন করে সময়োপযোগী করছে।’
মন্ত্রীর ভাষ্য, স্বাধীনতার পর রাষ্ট্র ও সরকার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি কাঠামো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশনায় তৈরি করা হয়েছিল।
আনিসুল হক মনে করেন, বঙ্গবন্ধু না থাকলেও সামাজিক শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তার দর্শনের আলোকে আইন প্রণয়ন করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আইন প্রণয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিশীলিত ও সময়োপযোগী করতে মন্ত্রণালয়ের বিভিন্ন ব্যবস্থার অংশ হিসেবে লেজিসলেটিভ ডেস্কবুক তৈরির কাজ চলছে বলেও জানান মন্ত্রী।
এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এই ডেস্কবুক অনুসরণ করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তারা সরকারের আইন, বিধিমালা, প্রবিধানমালা, প্রজ্ঞাপন, চুক্তি ইত্যাদির খসড়া প্রস্তুত এবং ভেটিং কার্য দক্ষতার সঙ্গে ও স্বল্প সময়ের মধ্যে করতে সক্ষম হবেন।’
Comments