রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। তাদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ও সাত জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এই ১৪ জনের মধ্যে সাত জন রাজশাহীর, পাঁচ জন চাঁপাইনবাবগঞ্জের, একজন নাটোরের ও একজন নওগাঁর।
এ নিয়ে চলতি মাসে ২৮ দিনে রামেক করোনা ইউনিটে ৩১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫৪ জনের করোনা পজিটিভ ছিল। এটিই এখন পর্যন্ত এক মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত মে’তে মৃত্যু হয়েছিল ১২৪ জনের।
আজ সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে ছয় জনের বয়স ষাটোর্ধ্ব। গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন আরও ৭৮ জন। তাদের মধ্যে ৫২ জনই রাজশাহীর। এ ছাড়া, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের আট জন, নওগাঁর চার জন, পাবনার দুই জন ও চুয়াডাঙ্গার দুই জন। বর্তমানে করোনা ইউনিটে মোট ভর্তি আছেন ৪৪২ জন।
রামেক হাসপাতালের ল্যাবে আরটি-পিসিআর পদ্ধতিতে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ১০৭ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২৯৭টি নমুনা পরীক্ষা করে ৯৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৭৭টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
রামেক ও রামেক হাসপাতাল মিলে রাজশাহীর মোট ৪৮৫টি নমুনা পরীক্ষা করে ১৩৫ জনকে শনাক্ত করা হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীর শনাক্ত হার ২৭ দশমিক ৮৪ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৮ দশমিক ১৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্তের হার ছিল ২৯ দশমিক শূন্য আট শতাংশ।
Comments