ঝিনাইদহে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৬৮.৭৫ শতাংশ
ঝিনাইদহে আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষায় করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ ভাগ। যা জেলায় এখন পর্যন্ত একদিন সর্বোচ্চ শনাক্তের হার।
আজ সোমবার ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৮ জনের নমুনার ফলাফল এসেছে। এতে ১৪৩ জন করোনা পজিটিভ। এর মধ্যে ঝিনাইদহ সদরে ৬০, শৈলকূপায় ২৬, হরিণাকুণ্ডুতে সাত, কালীগঞ্জে ২৯, কোটচাঁদপুরে-১২ ও মহেশপুরের নয় জন আছেন।’
এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় করোনায় চার জন মারা গেছেন। এর মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে একজন, শৈলকূপায় দুই জন ও মহেশপুরে একজন আছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।
Comments