মগবাজারের ধ্বংসাবশেষে হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছি: বিস্ফোরক পরিদর্শক
বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক প্রকৌশলী আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তারা বিস্ফোরণের পরপরই এবং আজ আবারও মগবাজারের বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘আমরা আমাদের সরঞ্জাম দিয়ে বিশ্লেষণের সময় ধ্বংসাবশেষের মধ্যে হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভবনটিতে একটি রেস্তোরাঁ এবং প্রাকৃতিক গ্যাস ও সিলিন্ডার গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও, সেখানে এসির উপস্থিতিও আছে।’
এটি দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্নের জবাবে প্রধান পরিদর্শক বলেন, ‘আমরা গ্যাস লিকেজসহ সবকিছু বিশ্লেষণ করছি। এটি বৈদ্যুতিক স্পার্ক থেকেও ঘটতে পারে। তবে, কোনো বিষয় উপেক্ষা করার সুযোগ নেই।’
তিনি জানান, এ ঘটনার তদন্তে উপপ্রধান বিস্ফোরক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
‘আমরা বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস এবং পুলিশসহ অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছি। তবে, এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ আমরা ধ্বংসাবশেষের মধ্যে স্পষ্টভাবে কিছু পাচ্ছি না,’ বলেন তিনি।
এই কর্মকর্তা বলেন, ‘তদন্ত শেষ হলে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারব।’
Comments