১ জুলাই থেকে ৭ দিন চলাচলে কঠোর বিধি-নিষেধ: মন্ত্রিপরিষদ সচিব

ব্রিফিং করছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আগামী ১ জুলাই থেকে পরবর্তী সাত দিন দেশব্যাপী চলাচলে কঠোর বিধি-নিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কঠোরভাবে বিধি-নিষেধ কার্যকর করব।’

‘এই সময়ে জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিধি-নিষেধ কার্যকরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে’, বলেন তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago