নারায়ণগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

নারায়ণগঞ্জ শহরে ‘মাদক বিক্রি নিয়ে’ দুই গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যুবক।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জ শহরে ‘মাদক বিক্রি নিয়ে’ দুই গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যুবক।

সোমবার রাতে চাষাড়া রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরও চার জন আহত হয়েছেন। বিস্তারিত এখনো কিছু জানি না। পরে জানানো হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়া রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল মানিক ও শামীম গ্রুপ। সোমবার রাতে একই জায়গায় মাদক বিক্রি করতে আসে ইসদাইর এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ। এ নিয়েই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় গ্রুপের সদস্য ও সাধারণ পথচারীসহ পাঁচ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, জুয়েল, জামান, সোহাগ ও সাধারণ পথচারী হাফিজুল ইসলাম।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লিখন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কী নিয়ে এ হত্যাকাণ্ড জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।’

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

52m ago