কোপা আমেরিকার শেষ আটের সূচি

গ্রুপ পর্বের খেলা শেষ। এবার কোপা আমেরিকার শেষ আটের লড়াই। অনুমিতভাবেই ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই তা নিশ্চিত করেছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি, আর্জেন্টিনা খেলবে একুয়েডরের বিপক্ষে। দেখে নেয়া যাক সেমি ফাইনালে উঠার লড়াইয়ে কার খেলা কবে।
তারিখ |
বাংলাদেশ সময় |
ম্যাচ |
ভেন্যু |
---|---|---|---|
০৩/০৭/২১, শনিবার |
ভোর ৩টা |
পেরু-প্যারাগুয়ে |
অলিম্পিকো, গোইয়ানিয়া |
০৩/০৭/২১, শনিবার |
ভোর ৬টা |
ব্রাজিল-চিলি |
নিল্তন সান্তোস, রিও ডি জেনেইরো |
০৪/০৭/২১, রোববার |
ভোর ৪টা |
উরুগুয়ে-কলম্বিয়া |
মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
০৪/০৭/২১, রোববার |
সকাল ৭টা |
আর্জেন্টিনা-একুয়েডর |
অলিম্পিকো, গোইয়ানিয়া |
৬ জুলাই পেরু-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দল প্রথম সেমিফাইনালে খেলবে ব্রাজিল-চিলি ম্যাচের জয়ী দলের সঙ্গে। ৭ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে খেলবে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের জয়ী ও আর্জেন্টিনা-একুয়েডর ম্যাচের জয়ী দল। ১১ জুলাই হবে কোপা আমেরিকার ফাইনাল।
Comments