লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

bangladesh-border-guard-1_0_0_1.jpg
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের শমসেরনগরের কোম্পানি কমান্ডার বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরে উপজেলার শমসের নগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রিফাত হোসেন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী এলাকার ইসলাম হোসেনের ছেলে। জগতবেড় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম রিফাত হোসেনের পরিচয় নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আজ সকাল ১০টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর কানিরবাড়ী সীমান্ত এলাকায় কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা গুলি চালায়। পরে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলার এলাকার সংলী নদীর ব্রিজের কাছ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে বিএসএফ মাথাভাঙা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বেলাল হোসেন আরও বলেন, নিহত রিফাত হোসেন সীমান্ত পথে গরু চোরাকারবারি চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ বিকেলের মধ্যে নিহত যুবকের মরদেহ ফেরত আনতে বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago