ফেনীতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩, মৃত্যু ১

ফেনীতে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ।
নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব ও ফেনীর যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে ১৯১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়।
তারা আরও জানায়, গত ১৮ জুন করোনায় আরও দুই জনের মৃত্যু হলেও আজ খোঁজ নিতে গিয়ে তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়েছেন।
ফেনী জেলায় এ পর্যন্ত করোনায় ৪৩৮৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৭১ জন।
ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৩ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় ৩০ জন, সোনাগাজীতে একজন, ছাগলনাইয়া উপজেলায় ৭ জন, পরশুরাম উপজেলায় ৩ ও ফুলগাজীতে ২ জন।
গত বছরের ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়ায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়।
Comments