হেলিকপ্টারে নববধূ, বরের চাচাকে জরিমানা

লকডাউনের মধ্যে নববধূকে আনতে হেলিকপ্টার ভাড়া করেছিল বরপক্ষ। এই হেলিকপ্টার দেখতে ভিড় করে গ্রামবাসী। করোনাকালে বিধিনিষেধের মধ্যে এভাবে ভিড় তৈরি করায় বরের চাচাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর গ্রামে এই ঘটনা ঘটেছে।
ছবি: সংগৃহীত

লকডাউনের মধ্যে নববধূকে আনতে হেলিকপ্টার ভাড়া করেছিল বরপক্ষ। এই হেলিকপ্টার দেখতে ভিড় করে গ্রামবাসী। করোনাকালে বিধিনিষেধের মধ্যে এভাবে ভিড় তৈরি করায় বরের চাচাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর গ্রামে এই ঘটনা ঘটেছে।

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মন্দিপ ঘরাই জরিমানা করার কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. জাহাঙ্গীর আলম সরদারের ছেলে সাগর আহমেদ মাসুদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) বিয়ে হয়। নববধূকে হেলিকপ্টারে আনা হবে এই কথা এলাকায় প্রচার করা হয়েছিল। বরণ অনুষ্ঠানের জন্য ডাকা হয় ব্যান্ড পার্টি। হেলিকপ্টারে নববধূকে আসতে দেখে কয়েক শ মানুষ ভিড় জমায়। এই আয়োজনে নেতৃত্ব দেওয়ায় বরের চাচাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরের চাচা আব্দুস সালাম সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, এক মাস আগে যখন বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় তখন লকডাউনের ঘোষণা ছিল না। নববধূকে বাড়ি আনতে আর অন্য কোনো উপায়ও ছিল না। স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে জনসমাগম এড়াতে বৌভাত বাতিল করা হয়েছে। উৎসুক জনতার কারণে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হলো।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago